নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৭ নভেম্বর, ইংরেজ বাজার শহরের ১২ নম্বর ওয়ার্ড অরবিন্দ কলনি লাগোয়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে মারা গিয়েছে শেফালী বরুয়া (বয়স ৫৮) নামে এক মহিলা। ভোর সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে।
ঘটনার পর দমকলে খবর দিলেও তারা আসতে দেরি করে। সময়মতো না পৌছানোর ফলে আগুনের চেহারা ভয়ঙ্কর আকার নেয়। আগুনে প্রায় ৯ টা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনায় আহত হয়েছে মোট ৬ জন বাড়ির মালিক সহ ১৭ জন। বর্তমানে তাঁরা এলাকার একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসাধীনে আছেন।



















