নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ৩ ডিসেম্বর, রাজ্যে তিন বিধানসভার উপনির্বাচনে তৃনমুল কংগ্রেসের ভালো ফল হয়েছে। তিনটি আসনেই জয়লাভ করেছে তৃনমুল।তাই তিন আসনের কালিয়াগঞ্জ ও খড়্গপুরে দ্রুত সভা করে ধন্যবাদ জ্ঞাপন করার সিদ্ধান্ত ঘোষনা করেছেন মুখ্যমন্ত্রী ৷ পরে হবে করিমপুরেও ৷ তবে সবার আগে দিলীপ ঘোষের গড় খড়্গপুরে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আগামী ৯ ই ডিসেম্বর খড়্গপুরের নিউ সেটেলমেন্ট এর কাছে রাবন দহন ময়দানে হবে এই প্রশাষনিক সভা। খড়্গপুরে এই উপ নির্বাচনে ২০ হাজারের বেশী ভোটের ব্যাবধানে জয়লাভ করেছে তৃনমুল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকার। তাই খড়্গপুর নিয়ে রাজ্য রাজনীতিতেও ছিল বেশ চর্চা। এর আগে কখনও তৃণমূলের বিধায়ক পায়নি খড়্গপুরবাসী। তাই ১২ তারিখ দীঘায় সভার আগে ৯ তারিখ খড়্গপুরে সভা করে ভোটদাতাদের ধন্যবাদ জ্ঞাপন করার কর্মসুচী নিয়েছেন নেত্রী ৷ তবে সরকারি সমাবেশ হবে ৷ জেতানোর উপহার হিসেবে বিভিন্ন পরিষেবা বিলি করবেন মুখ্যমন্ত্রী। যা খড়্গপুরের জন্য বিশেষ কিছুতো থাকবেই, থাকছে সারা জেলার জন্যও ৷
তাই মুখ্যমন্ত্রী প্রবেশ করার আগে তাঁর সরকারি সমাবেশের প্রস্তুতি শুরু হয়ে গেল ৷ মঙ্গলবার রাবন দহন ময়দানের সম্ভাব্য সভাস্থল পরিদর্শন করলেন পুলিশের আইজি পশ্চিমাঞ্চল রাজীব মিশ্র। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক রশ্মি কমল,পুলিশ সুপার দীনেশ কুমার, অতিরিক্ত পুলিশ সুপার কাজী সেখ সামসুদ্দিন আহমেদ,তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি সহ অনান্যরা। এদিন সভামঞ্চ,পার্কিং জোন,বসার জায়গা, সহ বিভিন্ন জায়গা চিহ্নিত করা হয়।
উপনির্বাচনে ভালো ফলের জন্য ধন্যবাদ জ্ঞাপন করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী
উপনির্বাচনে ভালো ফলের জন্য ধন্যবাদ জ্ঞাপন করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















