৭ ডিসেম্বর, আবারও এক মানবিকতার নজির গড়লেন মহারাষ্ট্রের রেলওয়ে পুলিশ বাহিনীর এক কর্মকর্তা। মিনিস্ট্রি অব রেলওয়ের তরফ থেকে জারি করা এক সিসিটিভি ফুটেজে দেখা গেল সেই দৃশ্যই। নিজের জীবনের ঝুঁকি নিয়ে এক প্যাসেঞ্জারকে বাঁচালেন RPF কর্মকর্তা অনিল কুমার। মোটর ৩৩ সেকেন্ডের এক ভিডিও এমনই এক ভয়াবহর সাথে মানবিকতার পরিকায় দিল।
বিপদ জেনেও মানুষ অসচেতনের বসে ভুল করে বসে। কিন্তু পুলিশ আমাদের সুরক্ষার জন্য সর্বদাই সচেতন। আর্মি এক যাত্রী মহারাষ্ট্রের থানে স্টেশনে ওভার ব্রিজ না ব্যবহার করে প্ল্যাটফর্ম-এ রেললাইন পারাপার হচ্ছিলেন, এমন সময়ে সেখানে ট্রেন আস্তে দেখে ছুতে আসে অফিসার অনিল কুমার। যাত্রীকে তড়িঘড়ি ট্রেনের সামনে থেকে সরিয়ে সেকেন্ডের জন্য নিজের জীবন বাঁচাতে সক্ষম হলেন।
ফুটেজে দেখা যাচ্ছে ব্ল্যাক প্যান্ট ও সাদা শার্ট পড়া সেই মানুষটিকে যাঁকে বাঁচানোর জন্য ছুটে এল অফিসার। ৩৩ সেকেন্ডের এই ভিডিও টুইটার এ আসতেই ভাইরাল হয়ে পড়ে। নেটিজনেদের মধ্যে অনেকেরই দাবি, এরূপ গাফিলতির জন্য সেই যাত্রীকে শাস্তি দেওয়া উচিত, সাথে এরূপ নিঃস্বার্থ আচরণ ও কর্তব্য পালনের জন্য অফিসার অনিল কুমার প্রশংসিতও হয়েছেন সকলের কাছে।