নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ৭ ডিসেম্বর, দিন কয়েক আগে বীরভূম জেলার সিউড়ি শহরের দলীয় বিজেপির অফিসে মুখ বন্ধ খামে সভাপতি নির্বাচনের বিষয়ে দলীয় কর্মীদের থেকে মতামত নেওয়া হয়, তারপর সেই মতামতের খাম চলে যায় বিজেপি রাজ্য দপ্তরে। সেখান থেকে গতকাল বীরভূম জেলা বিজেপি সভাপতি হিসেবে পুনরায় বেছে নেওয়া হয় শ্যামাপদ মন্ডলকে। পুনরায় জেলা সভাপতি নির্বাচিত হওয়ার পর আজ দলীয় কর্মীরা শ্যামাপদ মন্ডলকে সংবর্ধনা দেয়। শহর জুড়ে মিছিল করা হয়।
সম্বর্ধনা পেয়ে সাংবাদিক বৈঠকে শ্যামাপদ মন্ডল বিজেপি কর্মীদের বিক্ষোভ প্রসঙ্গে মুখ খুললেন। তিনি বলেন, একসাথে অনেক গুলি মণ্ডল সভাপতি পরিবর্তন হওয়ায় এইভাবে ক্ষোভ দেখা দিয়েছে। কিন্তু তাদের জেনে রাখা উচিত ভারতীয় জনতা পার্টির সংবিধানে কখনো একজন দীর্ঘদিন ধরে পথ ধরে রাখতে পারে না। সব সময় বদল হয়।অগত্যা কাউকে না পেলে অথবা অন্য উপায় না থাকলে একই ব্যক্তিকে সেই পথে রাখা হয়। অন্যদিকে তিনি আজ তৃণমূলকে কটাক্ষ করে বলেন, যখনই কেউ নেতাদের বিরাগভাজন হচ্ছেন তখনই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। বিকাশ রায়চৌধুরীকে ছুটিতে পাঠানো হয়েছে না ছাঁটাই করা হয়েছে তা নিয়ে আমার সন্দেহ আছে।