নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ৮ ডিসেম্বর, শুক্রবার রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরীর। জানা যায়, তিনি তার নিজের গাড়িতে কোলকাতা থেকে ফিরছিলেন, সে সময় বহরমপুর থানার ভাকুড়ি মোড়ে তার গাড়ির সাথে মুখোমুখি একটি গাড়ির সংঘর্ষ হয়। এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আজ অভিজিতের পরিজনদের সঙ্গে দেখা করতে আসেন পাহাড়ের রাজনৈতিক দলের নেতারা৷ গতকাল রাতেই সেখানে এসে পৌঁছান বিজেপি নেতা মুকুল রায় এবং সাংসদ রাজু বিস্তা৷ অভিজিতের মৃত্যুর সঠিক কারণ খুঁজতে রাজ্য সরকার ঠিকমতো তদন্ত করছে না বলে অভিযোগ করেন মুকুল রায়৷তিনি আরও বলেন, কীভাবে দুর্ঘটনা ঘটল, তার তদন্ত হওয়া দরকার৷ এই নিয়ে তিনি শাসকদলের দিকে আঙুল তুলছেন কি না, এই প্রশ্নের জবাবে মুকুল রায় বলেন, “আমরা কোনও ইঙ্গিত করছি না৷ কিন্তু, অভিজিতের স্ত্রী অভিযোগ করেছেন যে সাধারণ দুর্ঘটনায় তাঁর স্বামীর মৃত্যু হয়নি৷ এর পিছনে ষড়যন্ত্র রয়েছে৷” অভিজিতের স্ত্রী খুনের অভিযোগ তুলেছেন, এমনি স্পষ্ট মন্তব্য করেন মুকুল।