অবশেষে দীর্ঘ ২৮ দিন পর সুস্থ হয়ে ঘরে ফিরলেন সুরসম্রাজ্ঞী লতা জি

অবশেষে দীর্ঘ ২৮ দিন পর সুস্থ হয়ে ঘরে ফিরলেন সুরসম্রাজ্ঞী লতা জি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৯ ডিসেম্বর, প্রবল শ্বাসকষ্ট নিয়ে ১১ নভেম্বর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৯০ বছরের কিংবদন্তী লতা মঙ্গেশকর। দীর্ঘ ২৮ দিন পর তিনি বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে সুস্থ আছেন এমনটাই দেশবাসীকে জানালেন সংগীতশিল্পী নিজেই।

মাইক্রোব্লগিং সাইটে লতা লিখেছেন, ‘গত ২৮ দিন ধরে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ছিলাম। নিউমোনিয়া হয়েছিল তাঁর। ডাক্তারদের পরামর্শ ছিল হাসপাতালে বেশি সময় থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরি। আজ মা ও বাবার আশীর্বাদে বাড়ি ফিরলাম। আমার সব শুভাকাঙ্ক্ষীদের অনেক শ্রদ্ধা জানাই। আপনাদের প্রার্থনা আর শুভেচ্ছা কাজ করেছে। আপনাদের প্রত্যেকের সামনে আমি মাথা নত করছি।’ যে চিকিৎসকদের দায়িত্বে তিনি ছিলেন তাঁদের সকলকেই ধন্যবাদ জানিয়েছেন লতা। পাশাপাশি নিজের অসংখ্য ভক্তদেরও ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি। তিনি আরও বলেন, ’ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আমার ডাক্তাররা আমাকে অভিভাবকের মত সেবা করেছেন। তাঁদের প্রত্যেককে আমার শ্রদ্ধা জানাই। নার্সিঙের কর্মীরা ছিলেন একেবারে আলাদা। আপনাদের অপরিসীম ভালোবাসা ও আশীর্বাদ অত্যন্ত মূল্যবান।’

হাসপালে ভর্তি হওয়ার প্রথম কয়েকদিন চিন্তার কারণ ছিল কিন্তু তারপরে চিন্তা অনেকটা মুক্ত হয়।তিনি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেছিলেন।তবে ডাক্তাররা বলেন, যতদিন না তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন ততদিন হাসপাতালেই নজরাধীনে থাকবেন তিনি। তাঁর অসুস্থতার খবর পেয়ে তাঁর সকল ভক্তরা আরোগ্য কামনা করেন। তিনি সুস্থ ভাবে বাড়ি ফিরলে সকলেই খুবই খুশি হন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top