নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৯ ডিসেম্বর, জোনাল রেলওয়ে ইউজারস কনসালটেটিভ কমিটি তে সদস্য পদ পাইয়ে দেবার নামে ৭০ লক্ষ টাকা প্রতারণার মামলায় কলকাতা পুলিশের বিশেষ ইনভেস্টিগেটিভ টিম বা সিট গঠন করা হয়। অভিযোগপত্রে প্রাক্তন রেলমন্ত্রী তথা বিজেপি নেতা মুকুল রায়ের নাম থাকায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আজ পর্ণশ্রী থানা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফিসে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়।
অ্যাসিস্ট্যান্ট কমিশনার পার্থপ্রতিম দাস এই বিশেষ তদন্তকারী টিমের প্রধান। কিন্তু মুকুল রায় ঝাড়খণ্ডে নির্বাচনী কাজের জন্য চলে যাওয়ায় আজ পর্ণশ্রী থানায় তার দুজন আইনজীবী দেখা করতে আসেন এবং তারা লিখিতভাবে আবেদন করেন আগামী ১৮ ই ডিসেম্বর পর্যন্ত সময় বর্ধিত করার জন্য। অ্যাসিস্ট্যান্ট কমিশনার পার্থ প্রতিম দাস উচ্চপদস্থ আধিকারিক সঙ্গে কথা বলে তাদের এই আবেদন নাকচ করেন এবং আগামী ১২ ই ডিসেম্বর বেলা ১২ টায় মুকুল রায় কে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেন।



















