ভেজাল প্রোডাক্ট ছাড়ুন, এবার নিজের শরীরচর্চা করুন ঘরোয়া টোটকায়

ভেজাল প্রোডাক্ট ছাড়ুন, এবার নিজের শরীরচর্চা করুন ঘরোয়া টোটকায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৯ ডিসেম্বর, ত্বকের যত্নে অনেকেই বহু প্রকার ফেসপ্যাক ব্যবহার করেছেন কিন্তু সেগুলি সবই কেমিকালে ভরপুর। তবে কেমিক্যাল ছাড়া যদি আপনি আপনার ত্বকের জন্য বিনা খরচে ও অল্প সময়ে সঠিক ফেস প্যাক বানাতে পারেন তাহলে কেমন হয়?

আমাদের সকলেরই বাড়ির বাজারের থলিতে আলুর দেখা মেলে, এবার যদি বলি সেই আলুই আপনার ত্বকের পক্ষে সবচেয়ে বেশি উপযুক্ত। হ্যাঁ, আলুর ফেসপ্যাক হল বাড়ির তৈরি সবচেয়ে বেস্ট ফেসপ্যাক। যেটা শুধু গ্লোয়িং স্কিন দেয় না, স্কিনকে দাগ মুক্তও করে। এছাড়াও আলু কাজ করে অ্যান্টি-এজিং হিসাবে সাথে স্কিনকে পরিষ্কার রাখে। এমনকি চোখের নীচের কালো দাগ দূর করতেও অসাধারণ ভূমিকা নেয়। তাহলে আপনার কাছে স্পষ্ট একটা ফেসপ্যাক থেকে আপনি কতগুলো উপকার পেতে পারেন।

১।ত্বককে দাগ মুক্ত করতে লেবু ও আলু দুটোই ব্লিচ হিসাবে কাজ করবে। একটা হাফ আলু, ১ চামচ গোলাপজল ও হাফ চামচ লেবুর রস মিশিয়ে ফেসপ্যাক তৈরী করে নিন।এটা অয়েলি স্কিনের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। অতিরিক্ত তেল কন্ট্রোল করবে। স্কিন যদি অয়েলি না হয়, সেক্ষেত্রে মুখ ধোয়ার পর মুছে নিন। তারপর একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। একসাথে অনেক গুলো উপকারিতা দেবে এই প্যাক।২।পরিষ্কার ত্বকের জন্য ১ টা বড় আলু, ১ চামচ মুলতানি মাটি, ১ চামচ গোলাপজল মিশিয়ে লাগান।৩।স্কিনকে টাইট রাখতে ১ টা ডিম ও ১ টা আলুর রস মিক্স করে লাগান।৪।স্কিনকে ব্রাইট করতে ১ টা হাফ আলুর রস ও ১ চামচ হলুদ মিশিয়ে ব্যবহার করুন।৫।অ্যান্টি-ট্যান রিমুভ করতে ১ টা ছোট টম্যাটো রস, একটা হাফ আলুর রস ও ১ চামচ দই ভালো করে মিশিয়ে লাগান।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top