আচমকা জেগে উঠল নিউ জিল্যান্ডের আগ্নেয়গিরি, আহত বহু পর্যটক

আচমকা জেগে উঠল নিউ জিল্যান্ডের আগ্নেয়গিরি, আহত বহু পর্যটক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৯ ডিসেম্বর, ছোট্ট দ্বীপ হোয়াইট আইল্যান্ড যখন পর্যটকে ঠাসা তখন হঠাৎ নেমে এল বিপদ। আচমকা জেগে উঠল নিউ জিল্যান্ডের একটি আগ্নেয়গিরি, যার জেরে আহত বহু মানুষ।নিখোঁজও হয় বহুজন। জানা যায়, সোমবার যখন অগ্নুত্‍‌পাত হয়, তখন প্রায় শতাধিক পর্যটক হোয়াইট আইল্যান্ডের আসে পাশেই ছিলেন। সে দেশের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডেন জানান, অনেকেরই আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। আহতদের প্রতি গভীর সমবেদনা জানালেন তিনি।

তবে জানা যায় অগ্নুত্‍‌পাতের মান মাঝারি ছিল। সতর্কতার স্তর ৪ নম্বর ছিল। এটি ৫ হয়ে গেলে তাকে গুরুতর অগ্নুত্‍‌পাত্‍‌ বলে চিহ্নিত করা হয়।মূল ভূখণ্ড থেকেই সাদা দ্বীপের আগ্নেয়গিরি জেগে ওঠার পরক্ষনেই আকাশ জুড়ে ছেয়ে যায় কালো ধোঁয়া।নিউ জিল্যান্ডের মূল ভুখণ্ড থেকে প্রায় ৫০ কিমি দূরে অবস্থিত এই হোয়াইট আইল্যান্ড। কিছুদিন আগে বিজ্ঞানীরা সেখানে আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠার আশঙ্কা প্রকাশও করেছিলেন ও সাবধানতা জারি করেছিলেন।তারপরেও কেন সেখানে পর্যটককে যাওয়ার অনুমতি দেওয়া হল তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছে।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top