১০ ডিসেম্বর, যত টাকাই দিক, শিশুনিগ্রহের দৃশ্যে অভিনয় করব না, সম্প্রতি এমনি কথা বলেছিলেন পঙ্কজ ত্রিপাঠী। আবারও এক অভিনেত্রী,যত টাকাই দেওয়া হোক ক্যামেরার সামনে নগ্ন হতে নারাজ জানালেন, তিনি হলেন বলিউড জনপ্রিয় অভিনেত্রী নার্গিস ফকরি। প্লে বয় ম্যাগাজিনে মডেলিংয়ের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। সম্প্রতি এক সংবাদমাধ্যমে নার্গিস এমনই কথা জানান।
২০০৪ সালে তিনি প্রথম মডেলিং দিয়েই নিজের কেরিয়ার শুরু করেন। মাত্র ১৬ বছর বয়েসেই তিনি আমেরিকার নেক্সট সুপার মডেল হিসেবে তিনি মনোনীত হন।ওই সময় প্লে বয় ম্যাগাজিনের কলেজ অডিশনের ফটোশ্যুটের জন্য মনোনীত করা হয় তাঁকে।কিন্তু তিনি তা করতে নারাজ। বিপুল অঙ্কের পারিশ্রমিক দেওয়ার কথা বললেও তিনি রাজি হননি।নার্গিস জানান, বলিউডে তেমন কোনও পরিস্থিতিতে তাঁকে পড়তে হয়নি।এখানে তেমন কোনো যৌন দ্রঢ়িষ্যে কাজ করতে হয়নি তাঁকে।



















