বিহারের বক্সার জেলে আদও কি নির্ভয়া কাণ্ডে যুক্ত অভিযুক্তদের জন্য ফাঁসির দড়ি তৈরী হচ্ছে!

বিহারের বক্সার জেলে আদও কি নির্ভয়া কাণ্ডে যুক্ত অভিযুক্তদের জন্য ফাঁসির দড়ি তৈরী হচ্ছে!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১০ ডিসেম্বর, বক্সার জেলে তৈরী হচ্ছে দোষীদের শাস্তি দেওয়ার জন্য ফাঁসির দড়ি। চলতি সপ্তাহের শেষের আগেই ১০টি দড়ি তৈরী করার কথা বলা হয়েছে। ফাঁসির দড়ি তৈরির জন্য জেলে দক্ষ শ্রমিকও রয়েছে যারা ইতিমধ্যেই দড়ি তৈরির কাজ শুরুও করে দিয়েছেন। তারই মাঝে জল্পনা চলছে ২০১২-র নির্ভয়া মামলার অভিযুক্তদেরও ফাঁসি দেওয়ার জন্য তৈরী হচ্ছে দড়ি। তবে এব্যাপারে এখনো কোনো কথা জেল কতৃপক্ষ থেকে জানানো হয়নি। ঠিক কি কি কারণে এই দড়ি তৈরী হচ্ছে তা এখনোও পরিষ্কার জানা যায়নি। তবে বক্সার জেলের ফাঁসির দড়ি তৈরির দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে।

বক্সার জেলের সুপার বলেছেন, শেষবার যখন এই দড়ি পাঠানো হয় তখন তার দাম ছিল ১৭২৫ টাকা। ফাঁসির দড়ি তৈরিতে যে লোহা ও পিতল লাগে তার দাম ওঠা পড়ায় দড়ির দামও বেড়েছে।২০১২-র নির্ভয়া কাণ্ডের সঙ্গে যুক্ত অভিযুক্তদের শাস্তি পরের মাসেই দেওয়া হবে এমন জল্পনা চলছে।গত সপ্তাহে এই কাণ্ডের সঙ্গে যুক্ত অভিযুক্ত বিনয় শর্মা রাষ্ট্রপতির কাছে তার ক্ষমা ভিক্ষার আর্জি অবিলম্বে প্রত্যাহার করতে চেয়েছে। বিহারের বক্সার জেলে আদও কি নির্ভয়া মামলায় সাজাপ্রাপ্তদের শাস্তির জন্য ফাঁসির দড়ি তৈরী হচ্ছে, তা নিয়ে কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top