নিজস্ব সংবাদদাতা, উত্তর২৪পরগণা, ১০ ডিসেম্বর, মধ্যমগ্রাম থানার দেশবন্ধু রোডে কোলকাতা পুলিশে কর্মরত পুলিশ কর্মীর বাড়িতে আগুন , ভষ্মিভূত হয়ে যায় একটি ঘর। প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লেগে যায় ওই পুলিশ কর্মীর বাড়িতে। ঘরে প্রচুর পরিমাণ কেরোসিন মজুত থাকায় আগুন ভয়াবহ আকার ধারণ করে। ঘরের গ্রিলে তালা দেওয়া থাকার কারণে অগ্নিদগ্ধ হয়ে ঘরেই ছোটাছুটি করতে থাকে স্বামী স্ত্রী দু জনেই। ঘটনায় আহত পুলিশে কর্মরত মুচীপাড়া থানার এএসআই মধুসূদন দত্ত(৫৬) ও তার স্ত্রী শান্তি দত্ত (৪৮)।
খবর দেওয়া হলে দমকল কর্মীরা তাঁদের উদ্ধার করে আশঙ্কা জনক অবস্থায় আর জি কর হাসপাতালে নিয়ে যায়। তবে ঘটনাটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা নিয়ে সন্দেহ আছে। স্থানীয় বাসিন্দারাও এ ব্যাপারে কিছু জানেনা এমনিই দাবি করে।



















