নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ১৩ ডিসেম্বর, ৯ নং ওয়ার্ডের তৃণমূল আহ্বায়কের দায়িত্বে থাকা কাকলি গুনকে ধারালো অস্ত্র দিয়ে মারধোরের অভিযোগ কাউনসিলর ঘনিষ্ঠ অশোক মুখার্জীর বিরূদ্ধে। গতকাল রাতে এই ঘটনাটি ঘটে ইস্পাত কলোনীর কনিষ্ক রোডে কাকলি দেবীর বাড়ীর সামনে। নিজের বাড়ীতেই একটি খাবারের দোকান চালান তিনি। রাত ৮।৩০টা নাগাদ হঠাৎই অশোক মুখার্জী মদ্যপ অবস্থায় তাঁর দোকানে গিয়ে অশ্রাব্য ভাষায় গালাগালি শুরু করে বলে অভিযোগ। এরপরই বেশ কয়েকজন যুবককে নিয়ে এসে হামলা চালায় মহিলার ওপর। মাথার চুল ছিঁড়ে দেওয়া হয় ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ ।
অশোক মুখার্জী ওয়ার্ডের কাউন্সিলর রীনা চৌধুরির ঘনিষ্ঠ তৃণমূল কর্মী। যদিও কাউন্সিলর তা অস্বীকার করেছেন। আজ দুর্গাপুর থানায় অশোক মুখার্জীর বিরূদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন কাকলি দেবী। কাউন্সিলর জানান যে আইন আইনের পথে চলবে। তবে কি কারনে এই হামলা, তা সম্পর্কে কিছুই জানেননা কাউন্সিলর।