সভায় যাওয়ার পথ আটকালো পুলিশ, চরম উত্তেজনায় বক্সীরবাগান রাজ্যসড়ক

সভায় যাওয়ার পথ আটকালো পুলিশ, চরম উত্তেজনায় বক্সীরবাগান রাজ্যসড়ক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ১৩ ডিসেম্বর, চন্দ্রকোনা রোডে হিন্দু জাগরন মঞ্চে সাধ্বী সরস্বতীর সভায় যাওয়ার পথে সভার অনুমতি না থাকার কারন দেখিয়ে সভায় যাওয়া প্রায় শ পাঁচেক মানুষকে রাস্তায় আটকাল চন্দ্রকোনা থানার পুলিশ।চন্দ্রকোনার বক্সিবাগান এলাকায় চন্দ্রকোনা টাউন চন্দ্রকোনা রোড রাজ্য সড়কে বাইক,বাস সহ একাধিক গাড়ি আটকে দেয় পুলিশ।
পুলিশের বিশাল বাহিনী দিয়ে থানার ওসি প্রশান্ত পাঠক সভায় যাওয়া আটকে দেয়।এঘটনায় ক্ষীপ্ত হয়ে উঠে সভায় যাওয়া সমর্থকরা।গাড়ি রাস্তার মাঝে আটকে প্রতিবাদে বিক্ষোভ শুরু করে সভায় যাওয়া কর্মী সমর্থকরা।ঘটনায় চরম উত্তেজনার সৃষ্টি হয় বক্সীরবাগান রাজ্যসড়কে।দফায় দফায় পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে সমর্থকরা।সভায় যাওয়ার জন্য পুলিশের সাথে ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়ে সভার উদ্দেশ্য যাওয়া সমর্থকরা।ঘটনায় মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ।অবশেষে পুলিশ আটক করা সমস্ত গাড়িগুলি ও সমর্থকদের ছেড়ে দেন সভার উদ্দেশ্য।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top