এনআরসি প্রতিবাদে ফুঁসছে মুর্শিদাবাদ

এনআরসি প্রতিবাদে ফুঁসছে মুর্শিদাবাদ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ১৩ ডিসেম্বর, মুর্শিদাবাদের জেলার বিভিন্ন জায়গায় শুক্রবার এনআরসি ও ক্যাব এর বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ দেখালেন জেলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে সালার এবং বহরমপুর থেকে সাগরদীঘি সমস্ত জায়গায় বিক্ষোভ উত্তপ্ত হয়ে উঠল জেলা। বিক্ষোভ জেরে বন্ধ করা হল ৩৪নং জাতীয় সড়ক । ভাঙচুর করা হল পুলিশ গাড়ি। আক্রান্ত হলেন বেলডাঙ্গা থানার পুলিশ ও পাশাপাশি বেলডাঙ্গা ষ্টেশন চত্বরে আগুন লাগিয়ে ভাঙচুর করা হয় বেলডাঙ্গা ষ্টেশন একাংশ।

শুক্রবার বিকেলে মুর্শিদাবাদের বেলডাঙ্গা এনআরসি ও ক্যাব বিরোধীতা জানিয়ে ৩৪নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান হয়, পুলিশ বিক্ষোভ তুলতে এলে পুলিশ জনতা সংঘর্ষ হয়। দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। আক্রান্ত হন এক পুলিশ কর্মী তাকে আহত অবস্থায় উদ্ধার করে বেলডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে চিকিৎসা জন্য । পাশাপাশি বেলডাঙ্গা ষ্টেশন আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান হয় এবং ভাঙচুর করা হয় বেলডাঙ্গা ষ্টেশন একাংশ। অবিলম্বে ক্যাব ও এনআরসি বাতিল করতে হবে এই দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ কুশপুত্তলিকা দাহ করে ৩৪নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।

রাজ্যসভা ও লোকসভায় ক্যাব এর বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ দেখানো হয়। আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় এবং অবিলম্বে ক্যাব বাতিল করতে হবে এই দাবিতে এই বিক্ষোভ সামিল হন জেলার বাসিন্দারা।অন্যদিকে রঘুনাথগঞ্জ ওমরপুর মোড়ে কয়েক ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। জেলার জলঙ্গি ব্লক প্রশাসনের অফিস সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। শুক্রবার দিনভর মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় দফায় দফায় বিক্ষোভ উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ জেলা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top