নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ১৩ ডিসেম্বর, ভারতের বিভিন্ন রাজ্যের পর্যটন দফতর ও রাজ্য পর্যটন দপ্তরের সহায়তায় একটি বেসরকারি কোম্পানির ব্যবস্থাপনায় শুক্রবার থেকে তিন দিনব্যাপী পর্যটন মেলা উদ্বোধন হল। মেলা চলবে আগামী রবিবার পর্যন্ত। শুক্রবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।
মূলত রাজ্য সরকারের উদ্যোগে গ্রামীণ পর্যটনশিল্পকে প্রচারের আলোয় আনতেই এই মেলা আয়োজন করা হয়েছে। মেলায় সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের পর্যটন দপ্তর তাদের স্টল দিয়েছে। এদিন মেলা উদ্বোধনের পর মেলা বিভিন্ন স্টল গুলিকে ঘুরে দেখেন রাজ্যের পর্যটন মন্ত্রী। পাশাপাশি পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পকেউ বিশ্বের কাছে তুলে ধরতে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের পক্ষ থেকেও স্টল দেওয়া হয়েছে মেলায়।