নিজস্ব সংবাদদাতা, আসানসোল, ১৩ ডিসেম্বর, বিভিন্ন সরকারি প্রকল্পগুলি তে কেন্দ্রীয় সরকারের অংশীদারের কথা এলাকার মানুষের কাছে গোপন রেখে কাজ করছে। আসানসোল পুরসভার বিরুদ্ধে এই অভিযোগ এনে রাস্তায় নামল আসানসোল জেলা বিজেপির যুব মোর্চা। বিজেপির পক্ষ থেকে এদিন কুলটির নিউরোড মোড়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আসানসোল জেলা বিজেপির সভাপতি লক্ষণ ঘড়ুই ও যুব মোর্চার সভাপতি অরিজিৎ রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।
তাদের দাবি আসানসোল কুলটি শিল্পাঞ্চল জুড়ে ব্যাপক জল সংকটের কথা মাথায় রেখে কোটি কোটি টাকা মঞ্জুর করিয়েছেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এই প্রকল্পের জন্য কোটি কোটি টাকা কেন্দ্র সরকারের পক্ষ থেকে বরাদ্দ করা হলেও তা প্রচার করা হচ্ছে না। প্রচার চালানো হচ্ছে রাজ্য সরকার ও আসানসোল পুরসভার উদ্যোগে এই জল প্রকল্প তৈরি করা হচ্ছে। সেখানে কেন্দ্র সরকারের অংশীদারের কথা প্রকাশ্যে আনা হচ্ছে না। এরই প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ প্রতিবাদে সামিল হয় বিজেপি।