নিজস্ব সংবাদদাতা, উত্তর২৪পরগণা, ১৩ ডিসেম্বর, সারাক্ষন মোবাইল নিয়ে ঘাঁটাঘাটি করায় ঠাকুমার বকা, আর তাঁর জেরেই আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী। তরুণীর নাম রুপসা গুহ, এবছর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল তাঁর।বাড়ি অশোকনগরের ১৯ নং ওয়ার্ডের কাঁকপুল এলাকায়।
গতকাল সন্ধ্যায় রুপসার ঠাকুমা অনিমা গুহ দেখেন, নাতনি পড়া ছেড়ে মোবাইল ঘাঁটছে।তা নিয়ে বকা দেন তিনি।কিছুক্ষন ঠাকুমা ও নাতনির মধ্যে বচসা চলে। মন কষাকষির এই স্বাভাবিক ঘটনার পরিনতি হয় বড়ই করুন। ঠাকুমার বকাবকিতে টিনেজার নাতনি রাতে বাথরুমে ওড়না জড়িয়ে আত্মঘাতী হয়। কল্যাণ গড় বালিকা বিদ্যালয় ছাত্রী ছিলেন সে। পেশায় টোট চালক রুপসার বাবা রাতেই তাকে অশোকনগর রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যায়।কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে জানান। ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার।