দুপুর ১টায় ভেসে ওঠে শিবলিঙ্গ, সারা বিশ্বে আর কোথাও মেলেনি এরূপ মন্দির

দুপুর ১টায় ভেসে ওঠে শিবলিঙ্গ, সারা বিশ্বে আর কোথাও মেলেনি এরূপ মন্দির

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৪ ডিসেম্বর, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে রয়েছে বহু উল্লেখযোগ্য তীর্থকেন্দ্র।প্রতিটি তীর্থকেন্দ্র-এর ছোটোখাটো ইতিহাস রয়েছে। কিছু তীর্থকেন্দ্র রয়েছে যার মধ্যে রহস্যের ছোঁয়াও পাওয়া যায়, আবার কিছু আশ্চর্য ঘটনাও সামনে আসে।সেরকম বিস্ময়কর এক শিবলিঙ্গের হদিশ পাওয়া গিয়েছে গুজরাট থেকে এক কিলোমিটার দূরে আরব সাগরের মধ্যে।ঠিক দুপুর ১ টার সময় শিবলিঙ্গটি ভেসে ওঠে।আর অন্যসময় জলের নিচে ডুবে থাকে।

শোনা গিয়েছে, দিনের অন্য কোনও সময় শিবলিঙ্গটি দেখা যায়না। এই বিস্ময়কর শিবলিঙ্গ সারা বিশ্বে আর কোথাও নেই।ভক্তরা বলেন, এই সময় যারা ওই শিবলিঙ্গে পুজো দেন তাদের মনোস্কামনা পূর্ণ হয়।নিঃস্কলংগেস্বর মন্দির নাম এই মন্দিরটি পরিচিত।এই মন্দিরের ইতিহাস লোকমুখে বহুল প্রচারিত যার জেরে এর জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলেছে। লোকমুখে কথিত আছে এই মন্দিরে যা চাওয়া যায় তাই সত্যি হয়েছে বহুবার।আর এরজন্যই দুপুর ১টার সময় সেখানে ভিড় থাকে ভক্তদের।চারপাশে জল আর মাঝে তৈরী মন্দির। এরফলে পুণ্যার্থীরা চাইলেই এই মন্দিরে যেতে পারেন না। দুপুর ১টা থেকে ১০টার মধ্যে ভক্তরা পায়ে হেঁটে এই মন্দিরে প্রবেশ করেন।জোয়ারের সময় মন্দিরটি জলের তলায় চলে যায়। শুধুমাত্র মন্দিরের টো ফুট লম্বা পাথরের তৈরী থামটির উপরি অংশ ও মন্দিরের ধজ্যাটি দেখতে পাওয়া যায়। দুপুর ১টার পর আবার জল সরতে থাকে ও দশনার্থীরা আসতে থাকেন।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top