১৪ ডিসেম্বর, ৬ ডিসেম্বর প্রকাশ পেয়েছে পানিপথ। আর তারপরই অসাধারণ অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন কৃতি শ্যানন। পরিচালক আশুতোষ গোয়াড়িকর, তাঁর পানিপথের ছবিতে কৃতির এরূপ অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন।সাথে সঞ্জয় দত্ত কৃতির অভিনয়ে আপ্লুত হন। তাই কৃতি শ্যাননকে তাঁর ৩০৯ নম্বর বান্ধবী তৈরি করতে কোনও আপত্তি নেই।অর্থাৎ কৃতি শ্যাননের অভিনয় দেখে তাঁকে ৩০৯ নম্বর বান্ধবী করে নিতে চান বলে জানান সঞ্জয়।
সঞ্জয় দত্তের বায়োপিক সঞ্জু-তে নিজের ৩০৮ জন বান্ধবীর কথা জানান মুন্নাভাই। সেখানে তিনি তাঁর ৩০৮ জন বন্ধুর কথা সামনে আনেন।তাই ৩০৯ নম্বর বান্ধবী কৃতি শ্যানন- কেই করবেন বললেন কপিল শর্মা- কে।সম্প্রতি কপিল শর্মার শোয়ে হাজির হয় টিম পানিপথ।অর্জুন কাপুর, কৃতি শ্যাননের সঙ্গে কপিলের শোয়ে আসেন সঞ্জয় দত্ত-ও। সেখানেই কৃতির সম্পর্কে সঞ্জয় দত্তকে জিজ্ঞাসা করেন কপিল শর্মা। কপিলের প্রশ্নের উত্তরেই এ কথা জানান পানিপথের আহমেদ শাহ আবদালি।যদিও পুরোটাই চলছিল মজার ছলে।