নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ২৪পরগণা, ১৪ ডিসেম্বর, ফের বারুইপুরে ব্যাংক ম্যানেজারের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ উঠল। অভিযোগ, ব্যাংক ম্যানেজারের পরিচয় দিয়ে ফোনে আধার কার্ড ভোটার কার্ড নম্বর দিতে বলেন ব্যাংক থেকে, সন্দেহ হওয়ায় তাকে না বলতে চাইলে কটু কথা বলে ব্যাংক ম্যানেজার। এরপর তিনি বাধ্য হয়ে মোবাইল ফোন সুইচড অফ করে দেন।
আজ সকালে মোবাইল ফোন খুলতেই দেখেন তার এস বি আই একাউন্ট থেকে ১০০০০ টাকা তুলে নেওয়া হয়েছে। এরপরেই তিনি বারুইপুর থানার দ্বারস্থ হন সেখানে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন অরূপ বোস, বাড়ি বারুইপুর থানা পেটুয়া গ্রামে। ঘটনার পর আতঙ্কে গোটা পরিবার।