১৫ ডিসেম্বর, প্রতিদিনের মতো সেদিনও মানুষ নিজের কাজে ব্যস্ত।তারউপর NRC -র প্রতিবাদে অশান্ত পরিবেশ।মেট্রোয় ভিড় জমেছে মানুষের।আর তার মাঝে মেট্রোয় শহর পরিক্রমায় ‘অসুর’। বিশ্বাস হচ্ছে না তো! কিন্তু এটা সত্যি।গতকাল অর্থাৎ ১৪ই ডিসেম্বর কিগান মান্ডির লুকে কলকাতা মেট্রোয় চড়ে ঘুরে বেড়ালেন অভিনেতা জিৎ।কিন্তু কেউই বুঝতে পারলেন না যে পাশে বসে থাকা লোকটি সকলের প্রিয় ‘জিৎ দা’।সাধারণ মানুষের মধ্যেই দিব্যি হেঁটে চলছেন, খবর কাগজ পড়ছেন জিৎ।
এসপ্লানেড থেকে মেট্রোয় চড়েন অভিনেতা, নামলেন রবীন্দ্রসরোবরে। সেই সফরে মেট্রোয় সাথে থাকা কেউই খেয়াল করল না। তা বলে সামনে এসে দাঁড়ালেও চিনতে পারবেন না! এ বোধহয় নিজেও আশা করেননি জিৎ।আসলে পুরোটাই তাঁর পরের ছবির প্রমোশন। পাভেলের পরিচালনায় অসুর- ছবিতে দেখা যেতে চলেছে জিতকে। অনেক আগেই এই ছবির চিত্রনাট্য লিখেছিলেন পাভেল। ছবিতে জিতের চরিত্রের নাম কিগান, নুসরত (অদিতি) এবং আবির (বোধি)। আবির ও নুসরতকেও বেশ অন্যরকমভাবে তুলে ধরার চেষ্টা করছেন পরিচালক। অন্ধপ্রাণ বন্ধুত্বের পরিণতির ছবি ‘অসুর’।