রাস্তা আটকে রান্না, NRC-র প্রতিবাদের অভিনব ছবি ধরা পরল

রাস্তা আটকে রান্না, NRC-র প্রতিবাদের অভিনব ছবি ধরা পরল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১৫ ডিসেম্বর, দিকে দিকে এন আর সি-র প্রতিবাদে চলছে ভাঙচুর, রাস্তা অবরোধ সহ বিক্ষোভকারীদের তান্ডব।অন্যদিকে উত্তর ২৪ পরগণার ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর কামদেবপুর হাটের সামনে এক অভিনব বিক্ষোবড় চিত্র সামনে এল।গত শুক্রবার থেকে শুরু হওয়া nrc ও cab বিলের বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভ, প্রতিবাদ চরম আকার ধারন করে শনিবার দিনভর। এরই মধ্যে রবিবার সকালে এক অভিনব প্রতিবাদ বিক্ষোভ দেখা গেল।একদিকে চলছে রাস্তা আটকে রান্না আবার অন্যদিকে চলছে একের পর এক দেশত্মবোধক গান।

সকাল হতেই জেলার বিভিন্ন প্রান্তে নতুন করে বিক্ষোভ অবরোধ শুরু হলেও এখানে দেখা গেল এক অভিনব প্রতিবাদ।যদিও এর জেরে পথ চলতি সাধারণ মানুষ বিপাকে পরছে।একটানা রাস্তা অবরোধের ফলে যানজটে বিপর্যস্ত গোটা এলাকা।প্রতিবাদ তবে ভিন্ন,রাস্তায় কাঠের জ্বালে চলল রান্না, তারপর পথচলতি সমস্ত মানুষকে বসিয়ে খাওয়ালো আন্দোলনকারীরা।আমডাঙ্গা ব্লকে কামদেবপুর বাজারে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে এই ভাবেই চললো CAB বিরোধী আন্দোলন। আন্দোলনকারীরা রাস্তার উপরেই রান্না করে খাওয়া দাওয়া শুরু করলো। খাওয়া-দাওয়ার আয়োজন ছিল খিচুড়ি।পথ চলতি মানুষ থেকে ট্রাক চালকরাদের রাস্তায় বসিয়ে খাওয়ানো হল।গত তিনদিন ধরে গড়ে ওঠা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে সত্যি এক অভিনব ছবি ধরা পরল।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top