পরপর তিনদিন NRC -এর প্রতিবাদে রাস্তায় নামছেন মুখ্যমন্ত্রী

পরপর তিনদিন NRC -এর প্রতিবাদে রাস্তায় নামছেন মুখ্যমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৬ ডিসেম্বর, ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সংশোধনী নাগরিকত্ব বিলের প্রতিবাদী মিছিল, যার নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। NRC -এর প্রতিবাদে এই মিছিল করা হচ্ছে। পরপর তিনদিন এই মিছিল চলবে। মিছিল শুরুর আগে সকল জনগণ কে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী।মিছিলের জেরে কোনও রকম অশান্তি সৃষ্টি হবে না এমনটাই জানান মুখ্যমন্ত্রী। কয়েক হাজার মানুষ এই মিছিলে অংশ নিয়েছেন। সাথে মমতা ব্যানার্জি NRC -এর প্রতিবাদে যারা অন্যায় ভাবে বিরোধ ও অশান্তি সৃষ্টি করছে তাদের অবিলম্বে শান্তি বজায় রাখতে অনুরোধ করেন।

এই মিছিল দুপুর ১ টার সময় শুরু হয়েছে বি আর আম্বেদকরের স্ট্যাচুর সামনে থেকে। তারপর সেটি গান্ধী মূর্তি হয়ে সেন্ট্রাল এভিনিউ ধরে পৌঁছবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি।এই মিছিল NRC -এর বিরোধিতা করবে। শান্তিপূর্ণ ভাবেই এই মিছিল হবে এমনটাই জানান তিনি। আজকে উত্তর কলকাতা, কাল দক্ষিণ কলকাতা ও পরশু হাওড়ায় এই মিছিল করা হবে।সব মিলিয়ে গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ ভাবে NRC -এর বিরোধিতা করতে এই মিছিল চলবে পরপর তিনদিন ধরে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top