নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১৬ ডিসেম্বর, সাঁইথিয়া থানার অন্তর্গত মহিষা ডহরী স্টেশনে দীর্ঘক্ষন আটকে রাখা হয় সিউড়ি হাওড়া এক্সপ্রেসকে। বিক্ষোভকারীদের দাবি কোনোভাবেই চালু করা যাবে না এনআরসি। প্রায় দু’ঘণ্টা ওই স্টেশনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে রেল পুলিশের তৎপরতায় বিক্ষোভকারীদের হাত থেকে বের করে নেওয়া সম্ভব হয় সিউড়ি হাওড়া এক্সপ্রেসকে।
পাশাপাশি ওই একই দাবিতে সাঁইথিয়া থানার অন্তর্গত মাঠপলশা ও কুনুরী গ্রামে সিউড়ি সাঁইথিয়া রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে নামে কয়েকশো বিক্ষোভকারী। স্বাভাবিকভাবেই যান চলাচল বন্ধ হয়ে যায় সিউড়ি সাঁইথিয়া রাস্তায়।