নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ১৬ ডিসেম্বর, খসড়া ভোটার তালিকা প্রকাশ করে তার কপি তুলে দেওয়া হলো রাজনৈতিক দলগুলির হাতে। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে একটি বৈঠকের পর সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে এই খসড়া ভোটার তালিকা তুলে দেওয়া হয়।
পাশাপাশি সোমবার থেকে সংশোধনের কাজ নতুন করে শুরু হল পশ্চিম মেদিনীপুর জেলাশাসক রশ্মী কমল জানান এখনো অবধি এই জেলাতে মোট ভোটার সংখ্যা হয়েছে ৩৬ লক্ষ ৮৪ হাজার ৮৪১ জন। এর মধ্যে পুরুষ ১৮ লক্ষ ৭৩ হাজার ৩৩৭ জন এবং মহিলা ভোটার ১৮ লক্ষ ১১ হাজার ৪৭৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৬ জন।