নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ১৬ ডিসেম্বর, আসানসোলে একটি ফটবল টুর্নামেন্টে অতিথি হয়ে এলেন ‘ফুটবলের যীশু’ বলে খ্যাত হোসে র্যামিরোজ ব্যারেটো। রবিবার বিকেলে আসানসোলের বার্নপুরে নববিকাশ ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত পর্বের খেলায় অতিথি হয়ে এসেছিলেন ব্যারেটো। এদিনের খেলায় সবুজ তোতা ব্যারেটোকে দেখতে মানুষের জনজোয়ার নেমেছিল। আসানসোলের বিশিষ্ট ক্রীড়াবিদরাও এসেছিল ব্যারেটোকে শুভেচ্ছা জানাতে।
ব্যারেটো জানান, “বাংলার ফুটবল এগিয়ে চলেছে। আগামী দিনে আরও উন্নত হবে ফুটবল। আমি নিজে রিলায়েন্স অ্যাকাডেমিতে রয়েছি। সেখানে প্রচুর ক্ষুদে ফুটবলার তৈরি হচ্ছে।আসানসোল নিয়ে ব্যারেটো বলেন, এর আগেও এসেছি। তবে বার্নপুরে এই প্রথমবার। খুব ভালো লাগছে এত মানুষ আমাকে ভালোবাসেন। বার্নপুর বাসীর শুভেচ্ছা পেয়ে আমি অভিভূত”।