যুবরাজের বৌদিকে জোর করে যৌনসম্পর্কে লিপ্ত হতে বাধ্য করতেন যুবরাজের মা?

যুবরাজের বৌদিকে জোর করে যৌনসম্পর্কে লিপ্ত হতে বাধ্য করতেন যুবরাজের মা?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৭ ডিসেম্বর, বিগ বস ১০-এর প্রতিযোগী আকাঙ্খা শর্মা-কে সকলেই চেনেন।তিনি যুবরাজ সিংহের প্রাক্তন বৌদি।বিগবসের ঘরের ভিতর থেকেই যুবরাজের পরিবারের দিকে সমালোচনার আঙুল তুলেছিলেন আকাঙ্খা৷যা নিয়ে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।আকাঙ্খা জানান, বিয়ের পরও যুবরাজের বড় ভাই জোরওয়ারের সঙ্গে কোনও দৈহিক সম্পর্ক ছিল না৷ সে কথা জানতেন যুবরাজের মা৷এরপরই তিনি যুবরাজের মা শবনমের বিরুদ্ধে একের পর বিস্ফোরক অভিযোগ করেন আকাঙ্খা।

তার দাবি, যুবরাজের দাদা জোরাভারের সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করার জন্য চাপ দিতেন শবনম। খুব তাড়াতাড়ি তাদের সন্তান হোক তেমনটাই নাকি চেয়েছিলেন তিনি।আকাঙ্খার কথায়, ‘আমার কাছে বিষয়টা খুব অস্বস্তির ছিল। জোরওয়ার আর আমার কোনও মানসিক বা শারীরিক যোগাযোগ ছিল না। কারণ ওর দিক থেকে কোনও ইন্টারেস্ট ছিল না। আর সবচেয়ে বেশি সমস্যা তৈরি করতেন জোরওয়ারের মা। আমরা কোথাও বেরোলেই উনি আমাদের সঙ্গে জুড়ে যেতেন। তারপর বলতেন, হাত ধরো, চুমু খাও। এভাবে হয় নাকি!’ যদিও আকাঙ্খার এই অভিযোগ অস্বীকার করেছেন যুবরাজের মা শবনম।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top