নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৭ ডিসেম্বর, আজ সকালে কেষ্টপুর খাল থেকে উদ্ধার হল এক আইটি কর্মীর মৃতদেহ। মৃতদেহের পকেট থেকে একটি এমপ্লয়ি কার্ড পাওয়া গিয়েছে, সেখান থেকে জানা গেছে, মৃতের নাম নিকেত সিং। তিনি টিসিএসে কর্মরত ছিলেন৷
তড়িঘড়ি তারা ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।মৃতদহের এক পায়ে জুতো ছিল না।তার পকেট থেকে একটি ইমপ্লয় কার্ড পাওয়া গেছে সেই থেকে তার প্রাথমিক পরিচয় পাওয়া গেছে।তবে এলাকার দাবি এই যুবক এখানে থাকে না।তবে কোথায় থাকে।মনে করা হচ্ছে কেষ্টপুর এর দিক থেকে ভাসতে ভাসতে এখানে এসে আটকে যায়।খুন নাকি অন্য কোনো ঘটনা মৃত্যুর পিছনে খতিয়ে দেখছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।
তবে তার বাড়ির ঠিকানা ও এখানে কোথায় থাকতো জানতে পারেনি পুলিশ।সেই সব তথ্য জানতে খতিয়ে দেখছে পুলিশ।