নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ১৭ ডিসেম্বর, ২০০১ সালে সবার জন্য শিক্ষার অধিকার আইনে দেশের সমস্ত স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পড়ানোর অধিকার দেওয়া হয়েছে, কিন্তু তাদের পড়ানোর জন্য বিশেষ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালু হয়নি।
২০০৯ সালে কিছু অস্থায়ী শিক্ষক নিয়োগ হলেও তার পর থেকে এখনও পর্যন্ত কোন স্থায়ী শিহ্মক নিয়োগ হয়নি। তাই এবার প্রতি স্কুলে বিশেষ শিহ্মক নিয়োগের দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শককে ডেপুটেশন দিল বিশেষ শিক্ষকদের সংগঠন। মঙ্গলবার ৫০-৬০ জন শিক্ষক-শিক্ষিকা এই ডেপুটেশন কর্মসূচিতে হাজির হন।