নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৭ ডিসেম্বর, ‘কলেজ স্টুডেন্টরা আন্দোলন করতে পারেন, কিন্তু স্কুলের স্টুডেন্টরা কেন! টুপি পড়ে ভাঙচুর চালিয়েছে তারা। মমতার অভ্যাস আইন না মানা, কোর্ট না মানা, এটা বাঙালির মধ্যে চলে যাচ্ছে। রাষ্ট্র বিরোধিতা শেখাচ্ছেন তিনি’, এমনই মন্তব্য করলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
তিনি আরও বলেন, রেলের, বাসের ক্ষতি করে উনি খুশি হয়েছেন।রাষ্ট্রীয় সম্পদ ভাঙা ওনার সংস্কৃতি। যারা দেশ ভেঙেছিল তারা বাংলা ভাঙছে এবার।যারা আজ দেশের এতো ক্ষতি করল তাদের সমর্থনে মমতা ব্যানার্জি আজ পথে নেমেছেন।যারা দাঙ্গাবাজ মুসলিম তাদের সাপোর্ট করছে মমতা। তাই তার পার্টির লোকেরাও তার সঙ্গে নেই। আইন বিরোধী কাজ মমতা করছেন। একমাত্র দাঙ্গাবাজরাই তার সাথ দিচ্ছেন, এমনই মনিব্য করলেন দিলীপ ঘোষ।