নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৭ ডিসেম্বর, আমানত গ্রুপ অফ কোম্পানির অন্যতম ডিরেক্টর আনন্দ চন্দ্র কে গ্রেফতার করল সিবিআই। সিবিআই সূত্রে খবর, আমানত গ্রুপের ডিরেক্টর আনন্দ চন্দ্র কে সিবিআই আধিকারিকরা তলব করেছিল। সেই নোটিশ নিয়ে আজ সিবিআই দপ্তরে আসেন আমানত গ্রুপের ডিরেক্টর ও শিবসেনা নেতা আনন্দ চন্দ্র।
জানা গিয়েছে, বাজার থেকে নিয়মবর্হিভূতভাবে টাকা তুলে ছিল এই সংস্থা। তারই ভিত্তিতে আজ এই সংস্থার ডিরেক্টর কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালান সিবিআই তদন্তকারীরা। কিসের ভিত্তিতে বাজার থেকে টাকা তুলেছিলেন নথি দেখতে চাওয়া হলে সঠিক কোনো নথি দেখাতে পারেননি সিবিআই তদন্তকারীদের এবং তার কথায় প্রচুর অসঙ্গতি ধরা পড়ে, এর ফলে সিবিআই আধিকারিকরা এই আনন্দ চন্দ্রকে গ্রেপ্তার করেন সিবিআই। তদন্তকারীরা আজ তাকে বিধান নগর মহকুমা আদালতে তোলা হয়।