নিজস্ব সংবাদদাতা, হাওড়া, ১৭ ডিসেম্বর, বিজেপির মিছিল আটকাতে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয় হাওড়া পাওয়ার হাউসে। বিজেপি কর্মীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। ঘটনায় পুলিশ গ্রেফতার করে বিজেপি নেতা রাজু সহ শতাধিক বিজেপি কর্মী।
মঙ্গলবার দুপুরে হাওড়া পঞ্চানন তলা বিজেপি জেলা অফিস থেকে এন আর সি সি ও সি এ এ সমর্থনে মিছিল করা হয়। নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য সঞ্জয় সিং, রাজু ও হাওড়া জেলা বিজেপি সভাপতি সুরজিৎ সাহা। মিছিল পঞ্চানন তলা রোড হয়ে কদমতলা পাওয়ার হাউস এর কাছে পৌঁছলে পুলিশ সেই মিছিল আটকে দেয়। সেখানেই রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিজেপি নেতা কর্মীরা। ঘন্টাখানেক বিক্ষোভ চলার পরে পুলিশের কঠোর ব্যবস্থায় সেই মিছিল উঠে যায়।