২০ ডিসেম্বর, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ইতিমধ্যে প্রতিবাদ মিছিল সারা দেশকে তোলপাড় করে দিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনদিন ধরে লাগাতার মিছিল করে গেছে।তবে এই প্রতিবাদ মিছিল যাতে শান্তিপূর্ণ ভাবে হয় তার জন্য বারবার আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদের জেরে ক্ষতির হিসাব আকাশ ছোঁয়া।এরই মধ্যে NRC -এর প্রতিবাদ বিক্ষোভ যাতে নিয়ন্ত্রণের গন্ডি না ছাড়ায় তার জন্য আবেদন জানালেন দিল্লির জামা মসজিদের শাহি ইমাম। পাশাপাশি তিনি এও মনে করিয়ে দিলেন, এই আইন ভারতীয় মুসলিমদের জীবনে কোনও রকম প্রভাব ফেলবে না। তাই এই আইন নিয়ে সকলকে ভয় না পেতে অনুরোধ করলেন তিনি।
মঙ্গলবার দিল্লির জামা মসজিদের শাহি ইমাম বলেন, ‘নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)-র মধ্যে দৃষ্টিগ্রাহ্য পার্থক্য রয়েছে। সিএএ আইনে পরিণত হয়েছে কিন্তু এনআরসি শুধুমাত্র ঘোষিত হয়েছে, আইনে পরিণত এখনও হয়নি।এই আইন ভারতীয় মুসলিমদের জন্য নয়।তাই ভারতীয় মুসলিমদের ভয় পাওয়ার কিছু নেই।এই আইনের কারণে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা ভারতীয় নাগরিকত্ব পাবে না।তবে ভারতীয় মুসলিমরা যেমন আছেন, তেমন থাকবেন।’
তিনি আরও বলেন, ‘প্রতিবাদ করা আমাদের গণতান্ত্রিক অধিকার। প্রতিবাদ করার প্রয়োজন মনে হলে করা উচিত এবং সেই প্রতিবাদ থেকে আমাদের কেউ থামাতে পারবে না। তবে তার সাথে নিজেদের আবেগ নিয়ন্ত্রণে রাখাও খুবই জরুরি।’



















