২২ ডিসেম্বর, বাঙালি বিবাহিত পুরুষদের কাছে জামাই আদরটা বড্ড প্রিয়।আর সেটা যদি কোনো সেলিব্রেটির ক্ষেত্রে হয় তাহলে তো তার রকম একটু বেশিই আমেজপূর্ণ। ঠিক সেরকম নব বিবাহিত সৃজিত সম্প্রতি তাঁর শ্বশুরবাড়ি বাংলাদেশে গেছিলেন।সাত পাকে বাঁধার পর মিথিলার সঙ্গে এই প্রথমবার তাঁর শ্বশুরবাড়ি যাওয়া।সেখানে বেশ হরেক রকমের খাবারের স্বাদ পেলেন একসঙ্গে।ঝিরিঝিরি আলুভাজা, লোটে–শুটকি, ডাল, কড়াইশুটি দিয়ে ডাল, মুরগির ঝোল, বাঁধাকপি দিয়ে গরুর গোস্ত আরও কত কি! সেই ছবি তিনি পোস্ট করতেই ঘোর বিপত্তি নেমে এল।’হিন্দু হয়ে কী করে গরুর মাংস খাচ্ছেন সৃজিত?’ প্রশ্ন তুললেন এক টুইটার ব্যবহারকারী।
হিন্দু হয়ে তাঁর এরূপ কাজ পছন্দ করলেন না তাঁর কিছু ফ্যানেরও। লিখলেন, “আপনাকে বেশ সম্মান করতাম কিন্তু এরপর আপনি সেই জায়গা থেকে সরে গেলেন।হিন্দুর নামে কলঙ্ক আপনি”।কিন্তু এ দেখে সৃজিতও চুপ থাকলেন না।পাল্টা জবাবে তিনি বললেন, “হিন্দুধর্ম নিয়ে কথা আপনার মুখে বেমানান।জাত নিয়ে আর কথা না বাড়ানোই ভালো। ভদ্রভাবে বোঝালাম, নয়ত মনে রাখবেন, বাইশে শ্রাবণের সংলাপ কিন্তু আমারই লেখা”।তাঁর এই জবাবে আপ্লুত বাকি নেটিজনেরা।



















