নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ২২ ডিসেম্বর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় যথেষ্ট ব্যথিত, এমনটাই বললেন, রাজ্যপাল জগদীপ ধনকার। উত্তর ২৪ পরগনার বনহুগলিতে আজ রাষ্ট্রীয় গতিশীল দিব্যাঙ্গজন সংস্হা, এন আই এল ডি-তে আলুমনি অ্যাসোসিয়েশন অফ ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্যা অর্থপেডিক্যালি হান্ডিক্যাপড-এর চতুর্থ বার্ষিক সভায় প্রধান উপস্থিত হিসাবে উপস্থিত হয়ে রাজ্যপাল বলেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী এমনকি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কেউ তাঁদের কর্তব্য সম্পর্কে অবহিত করাতে হচ্ছে। তবে তাঁর এই প্রচেষ্টা সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মমতা ব্যানার্জি অবশ্যই মমতাময়ী হবেন বলে তাঁর প্রত্যাশা রয়েছে। পরে সাংবাদিকদের কাছে রাজ্যপাল অভিযোগ করেন, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির নীতি নিয়োগ ব্যবস্থায় আচার্যের ভূমিকা অনস্বীকার্য। অথচ বর্তমানে যা হচ্ছে তা অনভিপ্রেত। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষায় কথা বলার জন্য তাঁকে যে টুইট করে পাঠিয়েছেন তার জবাবে তিনি বলেছেন, ভারতীয় সংবিধানে বলা হয়েছে হিন্দি হচ্ছে রাষ্ট্রীয় ভাষা। তাই ইংরেজির পাশাপাশি হিন্দিতেও কথা বলার জন্য নিরন্তর প্রয়াস চালানো উচিত।