‘পাকিস্তানের প্রাক্তন প্রধান মন্ত্রী মুশারফের মৃতদেহ পার্লামেন্টের সামনে তিনদিন ঝুলিয়ে রাখতে হবে’, রায় আদালতের

‘পাকিস্তানের প্রাক্তন প্রধান মন্ত্রী মুশারফের মৃতদেহ পার্লামেন্টের সামনে তিনদিন ঝুলিয়ে রাখতে হবে’, রায় আদালতের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২৩ ডিসেম্বর, সম্প্রতি এক নজিরবিহীন নির্দেশ দিল পাকিস্তানের বিশেষ আদালত।মূলত পাকিস্তানের প্রাক্তন সেনা প্রধান এবং প্রধানমন্ত্রী পারভেজ মুশারফকে নিয়ে এই নয়া ফরমান। সেখানে পাকিস্তানের বিশেষ আদালত নির্দেশ দিয়েছে, ফাঁসি দেওয়ার আগে যদি মুশারফের মৃত্যু হয়, তাহলে তাঁর দেহ নিয়ে এসে পার্লামেন্টের সামনে তিনদিন ঝুলিয়ে রাখতে হবে।এর আগে এরকম আরেক রায় দেওয়া হয়েছিল এক সিরিয়াল কিলারের মামলায়।সেখানে বলা হয় তাকে মেরে আক্রান্তদের পরিবারের সামনে দেহ টুকরো টুকরো করে কাটতে হবে। যদিও সেই রায় কোনোদিনই কার্যকর হয়নি বলেই জানা যায়।

উল্লেখ্য, পাকিস্তানের প্রাক্তন সেনা প্রধান এবং প্রধান মন্ত্রী পারভেজ মুশারফ শারীরিক অসুস্থতার কারনে দুবাইতে চিকিৎসাধীন রয়েছেন।এবং তারই নজিরে বলা হয়, যদি মুশারফের মৃত্যু ফাঁসি দেওয়ার আগে হয়, তাহলে তাঁর দেহ নিয়ে এসে পার্লামেন্টের সামনে তিনদিন ঝুলিয়ে রাখতে হবে।

দেশদ্রোহের অভিযোগে গত মঙ্গলবার মুশারফকে ফাঁসির সাজা দিয়েছিল আদালত।তারপরই ১৬৭ পাতার রায় প্রকাশ্যে আসে, সেই রায়েই এই চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে। যদিও মুশারফের দাবি, ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতেই তাঁকে ওই সাজা। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি তাঁকে ও তাঁর আইনজীবীকে।ইতিমধ্যে চাঞ্চল্যকর এই তথ্যে রীতিমতো আঁতকে উঠেছে পাক-বাসিন্দা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top