নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ২৩ ডিসেম্বর, ‘মোদি দেশদ্রোহী’ দেওয়াল লিখন বিশ্বভারতী জুড়ে। এছাড়া, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে অশালীন ভাষা দেওয়াল জুড়ে। CAA, NRC-র প্রতিবাদ করতে গিয়ে বিশ্বভারতী জুড়ে দেওয়াল লিখন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খোদ বিশ্বভারতীর আচার্য পদে রয়েছেন।
২৩ ডিসেম্বর নাগরিকত্ব (সংশোধনী) আইন ২০১৯ (CAA), নাগরিক পঞ্জিকরণ (NRC)-এর প্রতিবাদে বিশ্বভারতী উপাসনা গৃহের সামনে থেকে মিছিল করার কথা রয়েছে। তার আগে বিশ্বভারতী জুড়ে বিভিন্ন দেওয়ালে চলছে CAA, NRC, NPR-এর বিরুদ্ধে দেওয়াল লিখন। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর দেওয়ালে ‘মোদি দেশদ্রোহী’ লিখতেও দেখা যায়। এছাড়া, শান্তিনিকেতনের রাস্তার উপরে, দেওয়ালে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে অশালীন ভাষাও লেখা হয়। এছাড়া, দেওয়ালে দেওয়ালে লেখা রয়েছে ‘NO NRC’, ‘NO CAA’, ‘NO NPR’।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খোদ বিশ্বভারতীর আচার্য পদে রয়েছেন। আচার্যের নামে বিশ্ববিদ্যালয় জুড়ে অশালীন দেওয়াল লিখনে রীতিমতো নিন্দার ঝড় উঠেছে।