নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, ২৪ ডিসেম্বর, গলসির গলিগ্রামে কুয়াশার জন্য দেখতে না পেয়ে ধাক্কা লাগলো চারচাকা গাড়ি সাথে একটি ট্রেলার। গলসি থানার গলিগ্রামে ২ নং জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। গাড়ির ভিতরে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় চালক। এদিন সকাল ছয়টা নাগাদ ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।
স্থানীয়রা জানান, সকালে প্রথমে কুয়াশার জন্য একটি ট্রাকের সাথে একটি ট্রেলার গাড়ির ধাক্কা ধাক্কি হয়। এর জেরে রাস্তা অবরোধ হয়ে পড়ে। ওই সময় একটি মারুতী গাড়ি বর্ধমান থেকে দূর্গাপুর যাচ্ছিল। রাস্তা অবরুদ্ধ থাকায় জাতীয় সড়কে শেষ সারিতে দাড়িয়ে থাকে মারুতিটি। ওই সময় পিছনে থেকে একটি লোহার সামগ্রী বোঝাই ট্রেলার গাড়ি মারুতির পিছনে ধাক্কা মারলে মারুতিতে আগুন লেগে যায়। পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় আহত একজনকে বার করা সম্ভব হলেও গাড়ির ভিতড়ে আটক থেকে যায় মারুতির চালক। আহতকে উদ্ধার করে বর্ধমান মেডিকল কলেজে পাঠায় পুলিশ।
জানা যায়, গাড়িটিতে প্রচুর শীতবস্ত্র থাকায় দাউদাউ করে জ্বলতে থাকে মারুতিটি। এর পাশাপাশি ট্রেলারে আগুন লেগে পুড়ে যায়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। আধ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যখন আগুনের ভয়ে সবাই পালিয়ে যাচ্ছে ওই সময় পুলিশের সাথে স্থানীয় হোটেল মালিক মিলন রায় নিজের হোটেল থেকে তিনশো ফুট পাইপ এনে জল দিয়ে বাঁচানোর চেষ্টা করে এক মানসিকতার নজির গড়লেন।