নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৪ ডিসেম্বর, মঙ্গলবার সকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গিয়ে ফের ঘেরাওয়ের মুখে পড়লেন রাজ্যপাল জগদীপ ধনকর। সোমবার ধৈর্য ধরে থাকলেও মঙ্গলবার অসন্তোষ গোপন করেননি তিনি। টুইট করে বলেছেন, আমি শক পেয়েছি। অত্যন্ত আশ্চর্য হয়েছি।
পরে উপাচার্যের কড়া সমালোচনা করে তিনি লেখেন, ভিসিকে আমি বলেছিলাম, তিনি যেন আমার নির্দেশ মেনে সমাবর্তনের ব্যবস্থা করেন। তাঁকে বিধিসম্মতভাবে কাজ করতে বলেছিলাম। আশ্চর্যের ব্যাপার, তা সত্ত্বেও আগের মতোই সব শুরু হল। আমি অসহায় অবস্থায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে যাচ্ছি। সংশ্লিষ্ট সব পক্ষ ভেবে দেখুক, কেন এমন হল।
এদিন কালো পতাকা হাতে কয়েকজন ছাত্র তাঁর গাড়ি ঘিরে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। পরে রাজ্যপাল টুইটে লিখেছেন, “আই অ্যাম শকড অ্যান্ড সারপ্রাইজড! আমি ভাবতেই পারছি না, কীভাবে একটা বিশ্ববিদ্যালয়ে এরকম চলতে পারে”।