বড়দিনে সান্তার সাথে মেট্রো কর্তৃপক্ষের তরফেও যাত্রীদের জন্য মিললো উপহার

বড়দিনে সান্তার সাথে মেট্রো কর্তৃপক্ষের তরফেও যাত্রীদের জন্য মিললো উপহার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২৫ ডিসেম্বর, বড়দিনে সান্তার সাথে মেট্রো কর্তৃপক্ষের তরফেও যাত্রীদের জন্য মিললো উপহার।শহরজুড়ে যখন উৎসবে মাতোয়ারা মানুষ তখন মেট্রো দিল এক বিশেষ সুবিধা।বড়দিন উপলক্ষে আজ মেট্রো পরিষেবার সময়সীমা আরও পিছিয়ে দিল।কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে কবির সুভাষ এবং দমদম থেকে রাতের শেষ মেট্রো ছাড়বে রাত ১১।১০ মিনিটে।সাথে মেট্রোর সংখ্যাও বাড়ানো হচ্ছে।সবমিলিয়ে মোট ১২টি বাড়তি মেট্রো চালানো হবে এদিন।যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই আজকের জন্য এই নিয়ম।

যদিও আগেও জানানো হয়েছিল রাত ১১টায় ছাড়বে শেষ মেট্রো। তবে সিদ্ধান্ত বদলে পিছিয়ে দেওয়া হল সময়।দুদিন আগে থেকেই রাতের কলকাতা সেজে উঠেছিল আলোকসজ্জায় ও মানুষের ভিড়ে।কিন্তু পরিষেবার অভাবে রাতে একটু সমস্যা বোধ হবে বলে ভেবেছিল অনেকেই।তাই সকলের আনন্দে যাতে ব্যাঘাত না আসে তাই নেওয়া হয়েছে এই বিশেষ সিদ্ধান্ত।

৫ ডিসেম্বর থেকে মেট্রোয় নতুন ভাড়া আসতে যাত্রীরা একটু হলেও হতাশ হয় তবে এই কদিন বেশ ভিড় জমেছিল মেট্রোয়।আর মেট্রোর এই সিদ্ধান্তে অনেকটাই স্বস্তি বোধ করছে শহরবাসী, এমনটাই আশা করা যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top