নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৫ ডিসেম্বর, আমবাগানের একটি গাছের ডালে এক যুবক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে রাতুয়া থানার নাজিরপুর আটগামা গ্রামে।খবর পেয়ে রতুয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে সেই দেহ উদ্ধার করে। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।পুলিশের প্রাথমিক অনুমান প্রণয়ঘটিত কারণে যুগলবন্দি আত্মহত্যা করেছে। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
গ্রামবাসীরা জানান, বিজয় ভিন রাজ্যে শ্রমিকের কাজ করত। কিছুদিন আগে বাড়িতে ফিরেছে। মৃত যুবতী মালা একই গ্রামের মেয়ে। দুইজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল। তবে তা কখন প্রেমের সম্পর্ক হয়ে যায় তাদের জানা ছিল না। সম্প্রতি মালার পরিবার তাঁর বিয়ের জন্য সম্বন্ধ ঠিক করতে আপত্তি করেছিল মালা। কিন্তু তাতে কর্ণপাত করেনি মালার পরিবার। বিষয়টি বিজয়ও জানতে পারে। মালাকে বিয়ে করার আর্জি জানিয়ে বিজয় মালার বাড়িতেও যায়। কিন্তু মালার পরিবার বিয়ে দিতে অস্বীকার করে।তারপর বিজয় নিজের পরিবারকেও জানায়। কিন্তু বিজয়ের পরিবারও আপত্তি করে। এরপরই তাঁরা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে স্থানীয় গ্রামবাসীদের অনুমান। তবে পুরো ঘটনা নিয়ে এখনও তদন্তে পুলিশ।