নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ২৭ ডিসেম্বর, বিগত কয়েক বছর ধরেই সিউড়ি পৌরসভার ওয়ার্ড বাড়া নিয়ে চলছিল জল্পনা। সেই জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সিউড়ি পৌরসভা একটি খসড়া তৈরি করে পাঠিয়ে দেয় জেলাশাসককে। যা নিয়ে সর্বদলীয় বৈঠকের পর বিরোধীদের দাবি ‘পরিকল্পনাহীন খসড়া’।
শুক্রবার সিউড়ি পৌরসভার ওয়ার্ড বাড়ানোর ভিত্তিতে একটি সর্বদলীয় বৈঠক হয় বীরভূম জেলা শাসকের দপ্তরে। বৈঠক থেকে জানা যায়, সিউড়ি পৌরসভা আগের ১৯টি ওয়ার্ডের জায়গায় বর্তমানে ২১ টি ওয়ার্ড করার পরিকল্পনা নিয়েছে। নতুন ওয়ার্ডগুলিতে কড়িধ্যা, তিলপাড়া, কেন্দুয়া ও মল্লিকপুরের মতো বেশ কিছু পঞ্চায়েত এলাকাভুক্ত জায়গাকে পৌরসভার অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
কিন্তু সর্বদলীয় বৈঠকের পর বিরোধীদের অভিযোগ, “সিউড়ি পৌরসভা ওয়ার্ড বাড়ানোর জন্য যে খসড়া জেলা শাসকের কাছে জমা করেছেন তা সম্পূর্ণ পরিকল্পনাহীন। যে খসড়ায় সঠিকভাবে উল্লেখ নেই ভোটারের সংখ্যা, নেই বুথ অনুযায়ী পরিকল্পনামাফিক ভোটার যুক্ত করার পদক্ষেপ। বহু ক্ষেত্রেই রয়েছে বাড়তি ভোটারের সংখ্যা, কোথাও আবার কম।” যা নিয়ে বিরোধীদের প্রশ্ন, ‘এই সকল তথ্য সিউড়ি পৌরসভা কোথায় থেকে পেলেন’? বিরোধীদের আরও অভিযোগ, “তৃণমূল নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে এরকম ভুলভ্রান্ত খসড়া তৈরি করে জেলাশাসককে জমা করেছে।”
প্রসঙ্গত, সিউড়ি পৌরসভার এই নতুন ওয়ার্ড অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে আজ ছিল প্রথম বৈঠক। জমা করা শাসকদলের খসড়া ও বিরোধীদের নানান পরিকল্পনার কথা নিয়ে আজ আলোচনা হয় জেলাশাসক ভবনে। আগামী দিনে এই নিয়ে আরও বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যায় বৈঠক থেকে।