চিতাবাঘের সঙ্গে রক্তক্ষয়ী সগ্রাম কোবরার, দুর্দান্ত লড়াইয়ের সাক্ষী হলেন দর্শকরা

চিতাবাঘের সঙ্গে রক্তক্ষয়ী সগ্রাম কোবরার, দুর্দান্ত লড়াইয়ের সাক্ষী হলেন দর্শকরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২৮ ডিসেম্বর, এ যে সে লড়াই নয়, দুই ষাঁড়ের লড়াই যেরূপ ভয়ঙ্কর হয় তার থেকেও ভয়ানক।রক্তক্ষয়ী জীবন সংগ্রাম, আর সেই সংগ্রামের স্বাদ মন ভোরে নিচ্ছেন নেটিজনেরা।এক চিতাবাঘের সঙ্গে রক্তক্ষয়ী সগ্রাম কোবরার।পৃথিবীর অরণ্যপ্রেমী মানুষদের কাছে অত্যন্ত প্রিয় মাসাইমারা অভয়ারণ্যে সাফারির সময় লেপার্ড বনাম কোবরার দুর্দান্ত লড়াইয়ের সাক্ষী হলেন সৌভাগ্যবান দর্শকরা।

জিপে করে যখন মিস্টার ওয়েল্টন দর্শকদের সাফারি করাচ্ছিলেন তখনই তাঁর চোখে পড়ে এই ঘটনা।একটি পাইথন একটি লেপার্ডকে চারদিক দিয়ে জড়িয়ে ধরছে,ছটফট করতে লাগে কয়েক ফুটের লম্বা সাপ, তবুও মায়া হল না চিতাবাঘের।তিনি জানান, এই ঘটনা একেবারেই বিরল এবং সাথে সাথে তিনি আরও ৪০ জন গাইডকে এ খবর দেন।এভাবেই সকল সাফারি এই রিয়েল ফাইটের সাক্ষী হয়ে গেলেন।তারপরই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এলে তা ভাইরাল হয় তৎক্ষণাৎ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top