নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ২৪ পরগনা, ২৮ ডিসেম্বর, ভোররাতে আগুন লেগে ভস্মীভূত হল গোটা দোকান।আগুনে ক্ষতি হল কয়েক লক্ষ টাকা।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার অন্তর্গত বিজয়গঞ্জ বাজারে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর চারটে নাগাদ সব্জি বাজারের ব্যবসায়ীরা দেখতে পায় বাজারের একটি দশকর্মা দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে।তড়িঘড়ি স্থানীয়রা খবর দেয় মন্দির বাজার থানায়। ঘটনাস্থলে আসে মন্দিরবাজার থানার বিশাল পুলিশবাহিনী ও দমকল কর্মীরা। প্রায় ঘন্টা খানেকের দমকল কর্মীদের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।তবে এই ঘটনায় রীতিমত যানজটে পড়ে বিজয়গঞ্জ বাজার ব্যবসায়ীবৃন্দরা।পরে মন্দিরবাজার পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসলেও দোকানে থাকা নগদ টাকা সহ যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই।ক্ষতিগ্রস্ত দোকান মালিক লকেশ গায়েন জানান, তাঁর দোকানে প্রায় ৫০০ টাকার নোট এক লাখের উপর ছিল যা পুড়ে ভস্মীভূত হয়ে যায় এবং দোকানে থাকা মিষ্টির খাম, চায়ের কাপ, শালপাতার থালা ইত্যাদি সবকিছুই পুড়ে যায়।