২৮ ডিসেম্বর, বর্তমানে খুদে পড়ুয়াদের শিক্ষা দানের জন্য নানান পদ্ধতির প্রয়োগ করা হয়।পড়ার থেকে দেখে শেখানোয় শিশুরা বেশি আগ্রহী।কারণ শিশুরা এখন ভিসুয়াল জিনিসটা বেশি ভালো মনে রাখতে পারে।আর সেই ভাবনাকেই মাথায় রেখে অ্যানাটমির মতো কঠিন বিষয় শিশু শিক্ষার্থীদের বোঝাতে এক অভিনব পদ্ধতি অবলম্বন করলেন এক শিক্ষিকা। আর এর জন্য তিনি নিজেই পরে ফেললেন অ্যানাটমি পোশাক।ভেরোনিকা ডোকিউ নামের ওই শিক্ষিকা গত ১৫ বছর ধরেই শিক্ষকতার সাথে যুক্ত। এমনকি এই পেশায় তিনি বিশেষ খ্যাতিও অর্জন করেছেন।
পড়ানোর সময় তিনি বিভিন্ন ধরণের অভিনব ভঙ্গি অবলম্বন করেন তাঁর মধ্যে অন্যতম হল এই অ্যানাটমি বিষয়ের প্রতি পড়ুয়াদের আকর্ষন বাড়াতে বিশেষ পোশাক পরে ক্লাসে আসা। এই পোশাকের দ্বারা তিনি পাকস্থলি, ফুসফুস,হৃতপিন্ড থেকে শুরু করে দেহের অন্তর্বর্তী সমস্ত ছোট বড় অঙ্গপ্রত্যঙ্গের ছবির মাধ্যমে শিশুদের মানব দেহের অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে একটা ধারনা তৈরি করতে চান এবং শিক্ষার্থীরাও বেশ আগ্রহ সহকারে তা গ্রহণ করেন।
জানা গিয়েছে, মাঝে মাঝেই শিশু শিক্ষার্থীদের পড়ানোর জন্য নতুন নতুন শিক্ষা পদ্ধতি অবলম্বন করেন স্পেনের এই শিক্ষিকা।স্পেনের একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি। মূলত ইতিহাস, বিজ্ঞান, সমাজবিদ্যা, স্পেনিশ ও ইংরেজি পড়ান তিনি।