বছরের শেষে চড়ুইভাতির টানে মানুষের ভিড় ইচ্ছামতী পিকনিক গার্ডেনে

বছরের শেষে চড়ুইভাতির টানে মানুষের ভিড় ইচ্ছামতী পিকনিক গার্ডেনে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উওর ২৪ পরগনা, ২৯ ডিসেম্বর, ৪৮ ঘন্টা পরে নতুন বছর ২০২০ সাল স্বাগত জানাতে প্রস্তুত গোটা বিশ্ব। তখন বাদ নেই রাজ্যের ভ্রমণ পিপাসু মানুষদের। প্রচন্ড শীতে খোলা আকাশের নিচে রোদ্দুরের উষ্ণ আবেগ নিতে চারিদিকে নদীর জল থৈ থৈ করছে। মাঝখানে দ্বীপে পর্যটকদের ভিড়। উৎসাহ-উদ্দীপনা পিকনিকে আবেগে ভ্রমণ পিপাসুরা।

আজ নতুন বছরের আগে শেষ রোববার।বসিরহাট পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে মির্জাপুরের ইছামতি পিকনিক গার্ডেন চড়ুইভাতির টানে দেদার মজা লুটছে সকলে।সাথে শিশুদের জন্য রয়েছে বিভিন্ন রাইটস, অন্যদিকে জলে বোটিং-এ প্রাকৃতিক সৌন্দর্য দেখার সুযোগ। সব মিলিয়ে নতুন বছরের আগে পিকনিকের আমেজে পর্যটকরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top