হিন্দুদের সবকিছু থেকে বঞ্চিত করা হয় পাকিস্তানে, জানালেন শোয়েব আখতার!

হিন্দুদের সবকিছু থেকে বঞ্চিত করা হয় পাকিস্তানে, জানালেন শোয়েব আখতার!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২৯ ডিসেম্বর, পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলে নিজের প্রাক্তন সতীর্থদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শোয়েব আখতার।ক্রিকেট জগতে চলছে নানান অন্যায়, পাকিস্তানের আসল পরিস্থিতি সম্পর্কে বড়ো পর্দাফাঁস করলেন এবার শোয়েব আখতার।একটি টিভি শোতে তিনি বলেন, ড্যানিশ ধর্মে হিন্দু ছিল আর তাই তাঁকে কেউ ভালো চোখে দেখতো না। একসাথে খাবার খাওয়া নিয়ে অনেকেই অনেক মন্তব্য করতেন বলে জানালেন তিনি। তিনি আরও বলেন, ‘‘আমার আশেপাশে তো সব সময় ম্যাচ গড়াপেটার পাণ্ডারা থাকত!’

আলোচনার সময় লতিফ বলেন, “বোলাররা আমাদের দেশে অবিচারের শিকার হয়েছে। খেলোয়াড়কে তার রেকর্ড দেখে পরিচয় দেওয়া হয়। যার কাছে যত সংখ্যক উইকেট বা জোট রান তার কদর বেশি।”শিরোনামের এই আড্ডায় শোয়েবের সাথে ছিলেন প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ এবং প্রাক্তন মিডল অর্ডার ব্যাটসম্যান অসীম কামালও।অনুষ্ঠানের হোস্টিং করছিলেন ক্রিকেট বিশেষজ্ঞ ডাঃ নুমান রিয়াজ।

শোয়েব আখতার বলেন, ড্যানিশ কানারিয়া বহুবার তাঁদের ম্যাচ জিতিয়েছেন। কিন্তু ক্রেডিট সর্বদা শোয়েব বা অন্য প্লেয়ারদের দিয়ে দেওয়া হত। এটা খুবই খারাপ বিষয়। শুধুমাত্র ধর্মের জন্য একটা খেলোয়াড়কে তার প্রাপ্ত সন্মান থেকে দূরে রাখা হত।পাকিস্তানের খ্রিস্টান খেলোয়াড় ইউসুফ যোহানাকেও একই কারণে তাঁর প্রাপ্ত ক্রেডিট থেকে বঞ্চিত করা হতো বলে জানালেন শোয়েব আখতার।একই স্থানে খাবার খাওয়া থেকে শুরু করে খেলার মাঠ সব কিছু থেকে হিন্দুদের দূরে ঠেলতে চায় পাকিস্তান।বিশেষ করে তিনি তোপ দেগেছেন দুই কলঙ্কিত পেসার মহম্মদ আমির এবং মহম্মদ আসিফের বিরুদ্ধে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top