নিজস্ব সংবাদদাতা, হাওড়া, ৩১ ডিসেম্বর, বালি বারেন্দ্র পাড়ায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হঠাৎ তাঁর মৃতদেহ উদ্ধার হয় গঙ্গাচড়ায়! জানা গিয়েছে গৃহবধূর নাম সুপর্ণা ঘোষ, বয়স ৪৮। গৃহবধূর বাড়ি বালি বারেন্দ্র পাড়ায়, একটি কন্যা সন্তান আছে।
সকালে বালি বারেন্দ্রপরা ঘাটে মৃতদেহটি উদ্ধার হয়, ভোররাত্রে চান করতে গিয়ে কিভাবে ঘটল এই ঘটনা তা এখনোও জানা যাচ্ছে না।সকলেই রহস্যজনক মৃত্যু বলে অনুমান করছে! শোনা যায়, প্রথমে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না তারপর অনেক খোঁজাখুঁজির করে যখন গঙ্গায় ভাটা আসে তখন তাঁর দেহ চড়ায় ভাসতে দেখা যায়। ঘটনাস্থল বালি থানার পুলিশ তল্লাশি চালাচ্ছে।