নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ৩১ ডিসেম্বর, অভিনব কায়দায় ছিনতাই। স্বর্ণ ব্যবসায়ীর চোখে স্প্রে করে এক লক্ষ টাকা ও ২০ গ্রাম সোনা সহ ব্যাগ ছিনতাই করে চম্পট দিয়েছে একদল দুষ্কৃতী।ঘটনাটি ঘটেছে বর্ধমানের আলমগঞ্জ এলাকায়।
জানা গিয়েছে, স্বর্ণ ব্যবসায়ী শ্রীমন্ত বেরার কাছ থেকে চুরি গিয়েছে। বর্ধমানের আলামগঞ্জ এলাকায় তাঁর বাড়ি। অভিযোগ, রাতে দোকান বন্ধ করে এক কর্মীর বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি জায়গায় বাইকে চড়ে তিন দুষ্কৃতী এসে আচমকাই তাঁদের চোখে স্প্রে করে দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে পড়ে যান তাঁরা। সেই সুযোগে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায় দুষ্কৃতীরা। ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।